বিশ্বনাথ থানা থেকে রিমা‌ন্ডের অাসামী পলায়ন

প্রকাশিত: ২:৩৭ পূর্বাহ্ণ, আগস্ট ২৪, ২০১৬

সি‌লে‌টের বিশ্বনাথ থানা থে‌কে ডাকা‌তি মামলার রিমা‌ন্ডের অাসামী রুহুল না‌মের এক ডাকাত পালি‌য়ে‌ছে।

মঙ্গলবার রা‌তে থানা থে‌কে পা‌লি‌য়ে যায় ব‌লে পুুলিশ সূত্রে জানা যায়। ত‌বে এ বিষ‌য়ে পু‌লি‌শের কেউই মুখ খুল‌তে চা‌চ্ছেন না।

জানা যায়- থানার এসঅাই হাবীব অাদাল‌তের মাধ্য‌মে ডাকাত রুহুল‌কে রিমা‌ন্ডে নি‌য়ে অা‌সেন।

সি‌লেট জেলা পু‌লি‌শের অ‌তিরিক্ত এএস‌পি সুজ্ঞান চাকমা ব‌লেন- রিমা‌ন্ডের অাসামী থানা থে‌কে পা‌লি‌য়ে গেছে ব‌লে শু‌নেছি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট