ফেঞ্চুগঞ্জের তানিয়া যুক্তরাজ্যে কাউন্সির নির্বাচিত

প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ, মে ৫, ২০১৮

ফেঞ্চুগঞ্জের তানিয়া যুক্তরাজ্যে কাউন্সির নির্বাচিত

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের বাঙালি অধ্য্যুষিত টাওয়ার হ্যামলেটসে কাউন্সিলর নির্বাচনে পপলার এলাকা থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক সুফিয়া আলম তানিয়া।
তানিয়া সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার রাজনপুর গ্রামের মরহুম কাপ্তান মিয়ার দ্বিতীয় পুত্র মোঃ মুর্শেদ আলম আলমগীরের কন্যা। গত ৩ মে যুক্তরাজ্যে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। ৪ মে শুক্রবার ফলাফল ঘোষণা করা হয়।
আইনপেশার যুক্ত সুফিয়া আলম তানিয়া লেবার পার্টির মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেন। তানিয়ার বিজয়ের সংবাদ ফেঞ্চুগঞ্জের রাজনপুর গ্রামের বাড়িতে পৌছলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মোঃ মুর্শেদ আলম আলমগীরের ৩ মেয়ে ও ১ ছেলের মধ্যে সুফিয়া আলম তানিয়া সবার বড়।
ফেঞ্চুগঞ্জের সন্তান সুফিয়া আলম তানিয়া যুক্তরাজ্যে কাউন্সিলর নির্বাচিত হওয়ায় উপজেলার বিভিন্ন সংগঠন ও পেশাজীবি নেতৃবৃন্দ সুফিয়া আলম তানিয়াকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তানিয়া কাউন্সিলার নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জিয়া খালেদ, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দীন ইসকা, সহ সম্পাদক তাজুল ইসলাম বাবুল,দপ্তর সম্পাদক মামুনুর রশীদ, সদস্য জুয়েল খান,দেলওয়ার হোসেন পাপ্পু, মোঃ ফরিদ উদ্দিন।
ফেঞ্চুগঞ্জ যুবসংঘের সাধারণ সম্পাদক রেজাউল করিম রায়হানের ভাতিজী সুফিয়া আলম তানিয়া কাউন্সিলর নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ফেঞ্চুগঞ্জ যুবসংঘের নেতৃবৃন্দ। এক বার্তায় ফেঞ্চুগঞ্জ যুবসংঘের সভাপতি রাজু আহমদ রাজা,সহসভাপতি মহিব উদ্দিন বেলাল, আতাউর রহমান চিনু, সহসাধারন সম্পাদক জুয়েল খান, দপ্তর সম্পাদক কামাল আহমদ, অর্থ সম্পাদক সৈয়দ শামসুল আলম বাচ্চু,সহক্রীড়া সম্পাদক এম,জে আহমেদ জাবেদ, প্রচার সম্পাদক কামরুল হাসান,সহ প্রচার সম্পাদক দিনার আহমদ শাহ, সাহিত্য সম্পাদক সৈয়দ তায়েফুজ্জামান সুফিয়া আলম তানিয়াকে অভিনন্দন জানান।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট