জাফলং : ৩ দিন পর ভেসে উঠলো পর্যটকের লাশ

প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০১৬

সিলেটের গোয়াইনঘাটে নিখোজের ৩দিন পর ভেসে উঠেছে মোঃ আসিফ (১৭) নামের এক পর্যটকের লাশ। গত ১৯শে আগষ্ট গাজীপুরের টঙ্গি থেকে ৫৫ জন পর্যটক একত্রে জাফলং বেড়াতে আসেন।

জাফলং জিরো পয়েন্ট, ফাটা ছড়া ঝর্ণাধারাসহ প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত সবকটি স্পট ঘুরেন তারা। এসময় অজ্ঞাতসারে পিয়াইনের জিরো পয়েন্টে সাঁতার না জানা আসিফ তলিয়ে যায়।

বহু খোজাখুজি করেও তার হদিস পাওয়া যায়নি। পুলিশ, বিজিবি সহ আইন শৃংখলা বাহিনীও নিখোজ আসিফকে খুজে পায়নি। অবশেষে রবিবার (২১ আগস্ট) সাড়ে ১২টায় জাফলং পিকনিক সেন্টারের অদূরে নিখোজ আসিফের লাশ ভেসে উঠে।

গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে আইনী প্রক্রিয়া শেষে তার নিকট আত্মীয়দের কাছে হস্তান্তর করেন।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট