সোমবার দেশে ফিরবেন মুস্তাফিজ

প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০১৬

বাংলাদেশ বিমানের টিকিট না পাওয়ায় গত শুক্রবার দেশে ফেরা হয়নি মুস্তাফিজের। অবশেষে রবিবারের বিমানের টিকিট পেয়েছেন বাঁহাতি এই পেসার।

লন্ডন থেকে বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় রওনা হবেন মুস্তাফিজ। সরাসরি ফ্লাইটে সিলেট হয়ে ঢাকা পৌঁছাতে পৌঁছাতে সোমবার এগারটা বেজে যাবে।

আসা-যাওয়ার টিকিট একসঙ্গে কেটে গিয়েছিলেন মুস্তাফিজ। ফেরার দিনক্ষণ ঠিক হওয়ার পর বিমান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে টিকিট স্বল্পতার কারণে মুস্তাফিকে টিকিট দিতে পারেনি। ঈদের কারণে বিমানের টিকিটের চাহিদা প্রচুর থাকায় শুক্রবারের ফ্লাইটের টিকিট পাননি মুস্তাফিজ।

গত বুধবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় অস্ত্রোপচার বিশেষজ্ঞ অ্যান্ড্রু ওয়ালেসের সঙ্গে দেখা করেন মুস্তাফিজুর রহমান। কোনো জটিলতা না থাকায় মুস্তাফিজকে বাংলাদেশে ফেরার অনুমতি দেন অ্যান্ড্রু।

তারকা এই পেসারের সঙ্গে থাকা বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ‘মুস্তাফিজের কাঁধের ক্ষত শুকিয়ে আসায় এবং অন্যান্য পরীক্ষায় ভালো অবস্থা থাকায় তাকে দেশে ফেরার অনুমতি দিয়েছেন ওয়ালেস। পূর্নবাসন প্রক্রিয়ার পরিকল্পনা দিয়েছেন ওয়ালেস। ঢাকায় ফিরে মুস্তাফিজ সেই পরিকল্পনা মতো কাজ করবেন।

পূর্নবাসন প্রক্রিয়া ঠিকমতো হলে মুস্তাফিজ তিন মাসের মধ্যেই নেটে ফিরে আসতে পারবেন বলে জানিয়েছিলেন ওয়ালেস। তবে দেবাশীষ চৌধুরী বলেছেন সম্পূর্ণ ফিট হতে পাঁচ মাস সময় লাগবে মুস্তাফিজের।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট