তারেক রহমানের সাজার প্রতিবাদে দক্ষিণ সুরমা যুবদলের মিছিল সমাবেশ

প্রকাশিত: ২:০৬ পূর্বাহ্ণ, আগস্ট ১৮, ২০১৬

গতকাল বুধবার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান মজলুম জননেতা তারেক রহমানের উপর মিথ্যা মামলা ও সাজার প্রতিবাদে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও উপজেলা ইলিয়াছ মুক্তি যুব সংগ্রামের আহবায়ক সামছুল ইসলাম টিটুর নেতৃত্বে উপজেলা বিএনপির সভাপতি সাহাবুদ্দিন আহমেদের অফিসের সামনে থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি ক্রীন ব্রীজের মুড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সভায় বক্তারা বলেন, জননেতা তারেক রহমানের জনপ্রিয়তা দেখে হাসিনা সরকার দিশেহারা। কীভাবে তাকে মামলা দিয়ে, সাজা দিয়ে ধমিয়ে রাখা যায় সেই প্রক্রিয়ায় সরকার ব্যস্ত। কিন্তু তারেক রহমানের বিরুদ্ধে সরকারের এই ষড়যন্ত্র কোন দিনও আশার মুখ দেখবেনা। বক্তারা বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জাতীয় ঐক্যের ডাকে সবাই ঐক্যবদ্ধ হয়ে অবৈধ সরকারের পতন ঘটানোর আন্দোলনে শরিক হওয়ার আহবান জানান।
সমাবেশে সামছুল ইসলাম টিটুর সভাপতিত্বে ও এ এম শামীমের পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মিছবাহ উদ্দিন, মোনায়েম খান মুন্না, কাওছার আহমদ নামর, বাবলু আহমদ, মোঃ ইউনুছ, মিছবাউল টিটু, মাসুক মিয়া, নাহিদ আলম দুলাল, মোস্তাক আহমদ, মাসেদ আহমদ, শাহ ওলি, কামরুল ইসলাম, জয়নাল আহমদ, ইমন শাহ রুহেল , দেলোয়ার হোসেন দিলু , মিলন আহমদ, লিটন আহমদ, নুরুল ইসলাম, মোঃ শাহজাহান, নিজাম উদ্দিন, জাকির হোসেন, কামরান হোসেন, সালেক আহমদ, নজরুল ইসলাম, বেলাল আহমদ, মাহবুব আহমেদ প্রমুখ।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট