রাশিয়ার পরমাণু যুদ্ধপ্রস্তুতির গোপন তথ্য ফাঁস

প্রকাশিত: ১২:৩৯ পূর্বাহ্ণ, আগস্ট ১৭, ২০১৬

মস্কো : এবার রাশিয়ার পরমাণু যুদ্ধপ্রস্তুতির গোপন তথ্য ফাঁস করেছে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা।

মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়েবসাইট ওয়াশিংটন ফ্রি বিকন দাবি করেছে, রাশিয়া পরমাণু বোমার ধকল ঠেকানোর উপযোগী করে গোপনে গোটা দেশে বাঙ্কার নির্মাণ করছে।

এ ছাড়া, পরমাণু যুদ্ধ পরিচালনার উপযোগী করে গোটা রাশিয়ায় অনেক ভূগর্ভস্থ কর্মান্ড সেন্টারও তৈরি করছে রুশ সামরিক বাহিনী।

বর্তমানে পরমাণু প্রতিরক্ষা ব্যবস্থার খাতে রাশিয়া শত শত কোটি ডলার সমপরিমাণ অর্থ ব্যয় করছে। মার্কিন জেনারেল কার্টিস স্ক্যাপাররোটি সম্প্রতি বলেছেন, এটি পরিষ্কার হয়ে উঠেছে যে রাশিয়া তার কৌশলগত বাহিনীকে আধুনিকীকরণ করছে। এ ছাড়া তিনি আরো দাবি করেন, রুশ সামরিক ডকট্রিনে বলা হয়েছে, প্রচলিত যুদ্ধেও কৌশলগত অস্ত্র ব্যবহার করা যাবে।

অবশ্য কয়েক বছর আগে থেকেই বাঙ্কার তৈরির কর্মসূচি নিয়ে এগিয়ে চলেছে রাশিয়া। রাশিয়ার সাম্প্রতিক সামরিক তৎপরতা এবং বাঙ্কার নির্মাণের এ সব কর্মসূচির ভিত্তিতে সব মিলিয়ে ধারণা করা হচ্ছে যে বড় আকারের পরমাণু যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে দেশটি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট