বাস চাপায় ব্লু-বার্ড স্কুলের ছাত্র ও তার মা আহত

প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০১৬

বাস ধাক্কায় রিকশা চালকসহ ব্লু-বার্ড স্কুলের এক ছাত্র ও তার মা আহত হয়েছেন। এরমধ্যে আহত ছাত্রের অবস্থা গুরুতর। তার নাম প্রান্তিক সিংহ (১২)।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তার অস্ত্রোপচার চলছিল। প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে প্রান্তিকের মা শিবানী সিনহাকেও।
আহত প্রান্তিক ও শিবানী যথাক্রমে দৈনিক যুগভেরীর আলোকচিত্রী রণজিৎ কুমার সিংহের পুত্র ও স্ত্রী। এ ঘটনায় লিডিং ইউনিভার্সিটির বাস ও চালককে আটক করা হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় নগরীর রিকাবীবাজার পয়েন্টে এঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রান্তিক ও তার মা একটি রিকশায় ছিলেন। এসময় বেপরোয়া গতিতে আসা বেসরকারী বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির একটি বাস রিক্সাটিকে চাপা দেয়। বাসের চাপায় রিক্সারোহী মা ও ছেলে ছাড়াও রিকশা চালক আহত হন।
পরে উপস্থিত জনতা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। প্রান্তিকের পিতা ফটো সাংবাদিক রণজিৎ সিংহ ঘটনার কথা স্বীকার করেছেন।
তবে লিডিং ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা আলমগীর হোসেনকে ০১৭১৫-২০৭৯৯০ নাম্বারে বার বার ফোন করলেও তার নাম্বার ব্যস্ত পাওয়া যায়।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট