স্বাধীনতা দিবসে কাশ্মীরে সংঘর্ষে পুলিশসহ নিহত ৯

প্রকাশিত: ১০:১৪ পূর্বাহ্ণ, আগস্ট ১৬, ২০১৬

শ্রীনগর: ভারতশাসিত কাশ্মীরে সোমবার সংঘর্ষ ও গোলাগুলিতে এক পুলিশ কর্মকর্তাসহ নয়জন নিহত হয়েছেন। হিমালয় অঞ্চলের গোলযোগপূর্ণ রাজ্যটিতে ভারতের স্বাধীনতা দিবসেও এ সহিংসতা হলো।

সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের কর্মকর্তা অতুল কারওয়াল বলেন, শ্রীনগরের নওয়াহাটা এলাকায় ওই পুলিশ কর্মকর্তা চোরাগোপ্তা হামলায় আহত হন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

হামলাকারীদের ধাওয়া করে পুলিশ। এ সময় বন্দুকযুদ্ধে দুই স্বাধীনতাকামী  নিহত হন। আহত হয়েছেন আরও নয়জন।

নিহত স্বাধীনতাকামীদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। তবে তাদের ‘বহিরাগত’ আখ্যা দিয়েছে। সাধারণত পাকিস্তানি নাগরিকদেরই এ রকম পরিচয় দেওয়া হয়।

এ ছাড়া রাজ্যের অন্যান্য স্থানে গতকাল সহিংসতায় নিহত হন আরও ছয়জন।

ভারতের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য কাশ্মীরের বড় এলাকাজুড়ে গত ৯ জুলাই থেকে কারফিউ জারি করেছে সরকার। কাশ্মীরের শীর্ষস্থানীয় স্বাধীনতাকামী নেতা বুরহান ওয়ানি ওই দিন নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলির সময় নিহত হওয়ার পর থেকে সেখানে সহিংসতা শুরু হয়।

এরপর থেকে এ পর্যন্ত অন্তত ৫০ জন বেসামরিক মানুষ নিহত এবং হাজারো মানুষ আহত হয়েছেন।

ভারতীয় পুলিশের ছোঁড়া পেলেট গানে কয়েকশ লোক দৃষ্টিশক্তি হারিয়েছেন। টানা অবরোধে কাশ্মীরের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

২০১০ সালের পর কাশ্মীর এলাকায় এটিই সবচেয়ে বড় সহিংসতার ঘটনা।

সূত্র : বিবিসি

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট