বাংলাদেশের ইতিহাস নিয়ে অর্থমন্ত্রীর নতুন বই

প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ, আগস্ট ১০, ২০১৬

হিস্ট্রি অব বাংলাদেশ: এ সাবকন্টিনেন্টাল সিভিলাইজেশন’- নামে আসছে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের লেখা নতুন বই।

‘হিস্ট্রি অব বাংলাদেশ: এ সাবকন্টিনেন্টাল সিভিলাইজেশন’- বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান হবে আগামী ১৩ আগস্ট শনিবার। রাজধানীর এশিয়াটিক সোসাইটি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রফেসর আমিরুল ইসলাম চৌধুরী। বইটির ওপর আলোচনা করবেন প্রফেসর ড. কে এম মহসীন, প্রফেসর ড. সোনিয়া নিশাত আমিন এবং ড. এ মোমিন চৌধুরী। লেখক আবুল মাল আবদুল মুহিত বইটির প্রেক্ষাপট তুলে ধরবেন।

‘হিস্ট্রি অব বাংলাদেশ : এ সাবকন্টিনেন্টাল সিভিলাইজেশন’- বইটি অর্থমন্ত্রীর লেখা ২৮তম বই। ইংরেজিতে লেখা বইটি প্রকাশিত হবে প্রকাশনা সংস্থা ইউনিভার্সিটি প্রেস লিমিটেড থেকে।

এর আগে অর্থমন্ত্রীর জীবনীভিত্তিক ‘সোনালী দিনগুলো’ প্রকাশিত  হয়েছে। বইটিতে উপমহাদেশের বিভিন্ন ঘটনাক্রমে বাংলাদেশের অভ্যুদয়কে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন লেখক। সরকারি উচ্চ পদে কর্মরত থাকা অবস্থায় অনেক ঘটনা তিনি প্রত্যক্ষ করেছেন। বইটি থেকে বাংলাদেশ নিয়ে অনেক অজানা তথ্য জানা যাবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট