জঙ্গিবাদ মোকাবেলায় প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে : এটর্নী মঈন চৌধুরী

প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০১৬

নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের এটর্নী মঈন চৌধুরী বলেছেন, জঙ্গিবাদ এখন বৈশ্বিক সমস্যা। ঐক্যবদ্ধভাবেই এ জঙ্গি-সন্ত্রাসবাদ মোকাবেলা করতে হবে। বাংলাদেশে জঙ্গিবাদ নিরসনে প্রবাসীদেরও বিশেষ ভ’মিকায় অবতীর্ণ হতে হবে। নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত নর্থ ব্রঙ্কসে অনুষ্ঠিত জমজমাট বাংলাদেশী পথমেলা ও বর্ণিল সাংস্কৃতিক উৎসব উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।
আমেরিকায় জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্ম সহ মূলধারার কাছে বাঙালী সংস্কৃতি ও দেশীয় পণ্যকে তুলে ধরার প্রয়াসে গত রোববার অনুষ্ঠিত হয় বাংলাদেশী এ পথমেলা। নর্থ ব্রঙ্কস বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশন ইন্ক আয়োজিত উৎসবমুখর এ পথমেলা পরিণত হয়েছিল বাঙালীদের মিলন মেলায়। নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে বসবাসরত নানা বয়সী বাঙালিরা এ মেলায় অংশ নেন।
নর্থ ব্রঙ্কস বাংলাদেশী আমেরিকান এসাসিয়েশন ইনকের সভাপতি মিজান খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাওছার আহমেদের পরিচালনায় এ পথমেলায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি এম আজিজ, বিশেষ অতিথি বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি কামাল আহমেদ, গেস্ট অব অনার বাংলাদেশ কালচারাল সোসাইটির সভাপতি নাসরীন আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী সাইদুর রহমান মান্নান, এনওয়াই ইনস্যুরেন্সের কর্ণধার জেবিবিএ’র সিনিয়ার সহ সভাপতি শাহনেওয়াজ, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের সভাপতি আব্দুল হাসিম হাসনু, বিশিষ্ট রাজনীতিক সৈয়দ বশারত আলী, নুরে আলম জিকু, অধ্যক্ষ আতিকুর রহমান চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী সোহাগ, এটর্নী পেরী ডি সিলভার প্রমুখ।
অনুষ্ঠানে কনগ্রেশনাল প্রক্লেমেশন প্রাপ্ত, জুডিশিয়াল ডেলিগেট, একিসডেনন্ট কেইসেস ও ইমিগ্রেশন বিষয়ে অভিজ্ঞ এটর্নী মঈন চৌধুরী আরো বলেন, বাংলাদেশে চলমান বন্যায় বহু মানুষ সর্বস্ব হারিয়ে পথে দাঁড়িয়েছে। এসব ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতা করার জন্যও তিনি প্রবাসীদের প্রতি আহŸান জানান।
প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী এম আজিজ নতুন প্রজন্ম সহ মূলধারার কাছে বাঙালী সংস্কৃতি ও দেশীয় পণ্যকে তুলে ধরার জন্য আয়োজক সংগঠনকে ধন্যবাদ জানান।
দিনব্যাপী এ পথমেলায় ছিল শাড়ী, গয়না, মজাদার খাবার, দেশীয় পিঠা সহ বিভিন্ন রকমের ষ্টল। ছিলো আকর্ষণীয় র‌্যাফেল ড্র। র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথি ও আয়োজক সংগঠনের কর্মকর্তারা।
মেলা উপলক্ষে স্থাপিত বিশাল মঞ্চে দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। জনপ্রিয় শিল্পী কানিজ সুবর্না, জিল্লুর রহমান, মেহেরুন নেছা কনকসহ অন্যান্য শিল্পীদের মনমুগ্ধকর পরিবেশনা মাতিয়ে রাখে আগত দর্শক-শ্রোতাদের।
বাংলাদেশ কালচারাল সোসাইটি অব নর্থ আমেরিকার সহযোগিতায় মেলা কমিটির দায়িত্বে ছিলেন আহŸায়ক সাগর নন্দী, প্রধান সমন্বয়কারী হোসেন আহম্দ ইকবাল, সদস্য সচিব সৈয়দ ফখরুল আহমদ, যুগ্ম আহŸায়ক সামছুল আলম শামীম, সমন্বয়কারী ফারুক আহমদ ও যুগ্ম সদস্য সচিব সাজন খান।
সার্বিক তত্ত¡াবধানে ছিলেন নর্থ ব্রঙ্কস বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির কর্মকর্তারা।
রিপোর্ট : সাখাওয়াত হোসেন সেলিম,
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট