সিলেটে ফার্মেসীতে অভিযান, অর্ধ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৬

সিলেটে ফার্মেসীতে অভিযান, অর্ধ লাখ টাকা জরিমানা

Manual3 Ad Code

নকল মোড়ক ব্যবহার, ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ ও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ওষুধ বিক্রির অভিযোগে সিলেট মহানগরীর সোবহানীঘাট এলাকায় ফেমাস ফার্মেসীতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে সিলেট সিটি কর্পোরেশন। এই অভিযানে নিয়ম লঙ্ঘনের দায়ে একটি ফার্মেসীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে সিলেট মহানগরীর সোবহানীঘাট এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীবের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

Manual7 Ad Code

তিনি জানান, অভিযানকালে ফেমাস ফার্মেসীতে নকল মোড়ক ব্যবহার, ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ, এন্টিবায়োটিক রেজিস্টার সংরক্ষণ না করা এবং অধিক দামে ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ফার্মেসীটিকে ৫০ (পঞ্চাশ) হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।’

Manual2 Ad Code

তিনি আরও জানান, গতকাল প্রাপ্ত একটি অভিযোগের প্রেক্ষিতে ওষুধ প্রশাসন অধিদপ্তর ও ড্রাগ সুপারের নিয়মিত তদারকি কার্যক্রমের অংশ হিসেবে দি বিল ফার্মেসীকে নিয়মিত মামলার আওতায় আনা হয়েছে। অভিযানকালে সিলেট ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

অভিযান শেষে তানভীর হোসাইন সজীব বলেন, ‘জনস্বার্থে ওষুধ বিক্রির ক্ষেত্রে আইন মেনে চলা নিশ্চিত করতেই এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।’

Manual3 Ad Code


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual2 Ad Code