সরকারীভাবে প্রবাসী সম্মাননা পাচ্ছেন যুক্তরাজ্য প্রবাসী জাহাঙ্গীর হক রাজ

প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৫

সরকারীভাবে প্রবাসী সম্মাননা পাচ্ছেন যুক্তরাজ্য প্রবাসী জাহাঙ্গীর হক রাজ

Manual6 Ad Code

সরকারীভাবে প্রবাসী সম্মাননা পাচ্ছেন বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক ভাইস প্রেসিডেন্ট, সারি ইউকের মুউলভ্যালি ডিস্ট্রিক্ট কাউন্সিলের কাউন্সিলার ও সাবেক মেয়র, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী জাহাঙ্গীর হক রাজ।

Manual2 Ad Code

আগামী আগামী ২৭ ডিসেম্বর (শনিবার) সিলেট জেলা প্রশাসন আয়োজিত “প্রবাসী সম্মাননা-২০২৫” অনুষ্ঠানে এ সম্মাননা পাবেন জাহাঙ্গীর হক রাজ। অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেব উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. আসিফ নজরুল। প্রবাসী সম্মাননা অনুষ্ঠানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগত সিলেট জেলার প্রবাসী নাগরিকগণ অংশগ্রহণ করবেন।
প্রবাসী সম্মাননা অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ২৭ ডিসেম্বর সকাল ১০টায় নগরীর ক্বীন ব্রীজ থেকে কবি নজরুল অডিটোরিয়াম পর্যন্ত প্রবাসীদের সম্মানে বর্ণাঢ্য র‌্যালি, সকাল ১১টায় রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে সফল প্রবাসী সম্মাননা, সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট সার্কিট হাউসের সম্মেলন কক্ষে স্থানীয় উন্নয়নে প্রবাসীদের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।
সরকারীভাবে প্রবাসী সম্মাননা প্রদানে মনোনীত করায় যুক্তরাজ্য প্রবাসী জাহাঙ্গীর হক রাজ সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, নিজের জন্মভূমি এবং শেকড়ের পক্ষ থেকে এই রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের। একজন প্রবাসী হিসেবে আমরা সবসময় দেশের কথা ভাবি এবং সাধ্যমতো জন্মভূমির উন্নয়নে কাজ করার চেষ্টা করি। এই সম্মাননা আমাদের দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দিল। আমি মনে করি, এই সম্মাননা শুধু আমার একার নয়, বরং সকল প্রবাসীর, যারা প্রবাস থেকেও বাংলাদেশকে হৃদয়ে ধারণ করেন। যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী জাহাঙ্গীর হক রাজ সিলেটের উন্নয়নে এবং আর্তমানবতার সেবায় আগামীতে নিজেকে আরও সক্রিয়ভাবে নিয়োজিত রাখার আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি


 

Manual8 Ad Code

Manual1 Ad Code
Manual7 Ad Code