বুলডোজার দিয়ে আ.লীগ অফিস গুঁড়িয়ে দিল ছাত্রজনতা

প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২৫

বুলডোজার দিয়ে আ.লীগ অফিস গুঁড়িয়ে দিল ছাত্রজনতা

Manual2 Ad Code

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী নিহতের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাজশাহী। এ সময় বুলডোজার দিয়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্রজনতা।

Manual4 Ad Code

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিশাল মিছিল নিয়ে শহরের জিরো পয়েন্টে গিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। একই সমাবেশ থেকে দেশের দুটি দৈনিক পত্রিকা বন্ধের ঘোষণা এবং রাজশাহী থেকে ভারতীয় সহকারী হাইকমিশন উচ্ছেদের কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়।

জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে জোহা চত্বর থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। এতে রাকসু, ইসলামী ছাত্রশিবির ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে গিয়ে অবস্থান নেয়। পরে ‘আধিপত্যবাদবিরোধী শিক্ষার্থী’র ব্যানারে মিছিল নিয়ে রাত সাড়ে ১১টার দিকে তারা রাজশাহী মহানগর আওয়ামী লীগের অফিসের সামনে জড়ো হন। সেখানে ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ স্লোগানের সঙ্গে বুলডোজার দিয়ে আওয়ামী লীগের অফিস গুড়িয়ে দেওয়া হয়।

Manual3 Ad Code

বিক্ষোভ সমাবেশে রাকসু ভিপি ও রাবি ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, রাকসুর ভিপি সালাহউদ্দিন আম্মার, রাবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল বক্তব্য দেন।

Manual2 Ad Code

এ সময় শিক্ষার্থীরা ‘হাদি ভাই মরল কেন, ইন্টেরিম জবাব দে’, ‘রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন’ সহ আওয়ামী লীগ ও ভারতবিরোধী নানা স্লোগান দেন। তারা অবিলম্বে হাদির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।


 

Manual6 Ad Code

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual6 Ad Code