সিলেট আদালত এলাকা থেকে ৪ জঙ্গি গ্রেফতার

প্রকাশিত: ২:৪৩ পূর্বাহ্ণ, আগস্ট ৪, ২০১৬

সিলেট নগরীর কোর্ট এলাকা থেকে ৪ জঙ্গিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র‌্যাব)। গতকাল বুধবার দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজু আহমদ। সে দিরাই পৌরসভার সাবেক কাউন্সিলর মুসাহিদ আহমদের ছেলে। এছাড়াও অবশিষ্ট ৩ জনের নাম-পরিচয় জানা যায়নি।
এ ব্যাপারে র‌্যাব-৯ এর উপ-পরিচালক (গণমাধ্যম) মেজর এসএম ফখরুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান- গোপন সংবাদের ভিত্তিতে সিলেট নগরীর আদালত এলাকা থেকে ৪ জঙ্গিকে গ্রেফতার করেছে র‌্যাব। বিস্তারিত পরে জানানো হবে বলে তিনি জানান।