প্রধান উপদেষ্টার দেয়া নির্বাচনী সময়ে সন্তুষ্ট নয় বিএনপি

প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৫

প্রধান উপদেষ্টার দেয়া নির্বাচনী সময়ে সন্তুষ্ট নয় বিএনপি

Manual3 Ad Code

আজ বেলা ১২ টা ৫ মিনিটে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের উদ্দেশে যমুনায় প্রবেশ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক দুপুর ২টার দিকে শেষ হয়।

Manual3 Ad Code


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ‘প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন নিয়ে সময় দিয়েছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে। নির্বাচন নিয়ে এ সময়ে আমরা একেবারে সন্তুষ্ট নই।’

Manual2 Ad Code

বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

Manual5 Ad Code

এদিন বেলা ১২ টা ৫ মিনিটে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের উদ্দেশে যমুনায় প্রবেশ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক দুপুর ২টার দিকে শেষ হয়।

মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা সুনির্দিষ্ট সময় বেঁধে দেয়নি। আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি, ডিসেম্বরে নির্বাচনের কার্ট আউট টাইম, এরপরে হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে।’
বিএনপির প্রতিনিধি দলে আরো ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সালাহউদ্দিন আহম্মেদ।
অপরদিকে প্রধান উপদেষ্টার সাথে ছিলেন উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, আসিফ নজরুল, আদিলুর রহমান খান।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual5 Ad Code