পামেক ছাত্রদলের কমিটি স্থ’গি’ত

প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২৫

পামেক ছাত্রদলের কমিটি স্থ’গি’ত

সংবাদ প্রকাশের পর ছাত্রলীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ পাবনা মেডিকেল কলেজ (পামেক) ছাত্রদলের নবগঠিত বিতর্কিত কমিটি স্থগিত করেছে ছাত্রদল।


সোমবার (২৪ মার্চ) সকালে জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাসির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাবনা মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের নবগঠিত কমিটি স্থগিত করা হলো। পরবর্তী নির্দেশ দেয়া না পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।

এর আগে, রোববার (২৩ মার্চ)  জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাসির পাবনা মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের ২২ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন। ২২ সদস্যের এই কমিটির সিনিয়র সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১ পদেই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১১ জন নেতাকে গুরুত্বপুর্ণ পদ দেওয়ার অভিযোগ উঠেছে।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট