আমেরিকায় সড়ক দুর্ঘটনায় সুনামগঞ্জের বাবা-ছেলে নিহত

প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৪

আমেরিকায় সড়ক দুর্ঘটনায় সুনামগঞ্জের বাবা-ছেলে নিহত

আমেরিকায় হামট্রামিক শহরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলের নিহত হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) আমেরিকার স্থানীয় সময় রাত দেড়টার দিকে এঘটনা ঘটে।

নিহতরা হলেন-মো. নুর মিয়া (৬৫) ও তাঁর ছেলে এম মাহিদুল ইসলাম সুজন সুমন (৩৫)।

তারা সুনামগঞ্জের ছাতক উপজেলার বুরাইয়া গ্রামের বাসিন্দ। তারা সপরিবারে আমেরিকায় ছিলেন।

এ তথ্য নিশ্চিত করেছেন নিহত সুজনের মামাতো ভাই নাভেদ আহমদ।

তিনি জানান-সুজন বিবাহ সূত্রে বেশ কয়েক বছর আগে আমেরিকায় গেছেন। প্রায় দুই মাস আগে বাবাসহ পরিবারের সদস্যদের তিনি সে দেশে নিয়ে যান। বৃহস্পতিবার রাতে সুজন বাবাকে নিয়ে তাঁর শ্বশুরের বাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে হামট্রামিক শহরে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি তাদের কারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলে মারা যান। বাবা-ছেলের মরদেহ দেশে নিয়ে আসার প্রক্রিয়া চলছে।

প্রায় ৮ বছর আগে মিশিগানে আসেন সুজন। এরপর গত ৪ সেপ্টেম্বর বৃদ্ধ বাবা নুর মিয়াকে ভিসিট ভিসায় নিজের কাছে নিয়ে আসেন। সুজনের গ্রামের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার বুরাইয়া গ্রামে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট