মানিকগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

প্রকাশিত: ১০:১৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৪

মানিকগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

মানিকগঞ্জের শিবালয়ে পোশাক শ্রমিকদের বহনকারী বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় তিন নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয়ের বোয়ালিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গার্মেন্টস কর্মীবাহী বাসটি মানিকগঞ্জের তারাসিমা গার্মেন্টসের বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন, বরংগাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম।
তিনি বলেন, বাসটি মানিকগঞ্জ বাসস্ট্যান্ডমুখী ও ট্রাকটি আরিচার দিকে যাচ্ছিল। এসময় বোয়ালী ব্রিজের এলাকায় আসলে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় ঘটনাস্থলেই এক নারী মারা যায় এবং হাসপাতালে নেওয়ার পর আরও ২ নারী মারা যায়।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট