১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৮ পূর্বাহ্ণ, জুলাই ৬, ২০২৪
যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে প্রাক্তন স্বামীকে হারিয়ে জয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আফসানা বেগম।
বৃহস্পতিবার (৪ জুলাই) লন্ডনের স্থানীয় সময় সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। স্থানীয় বিদ্যালয়, কমিউনিটি হলের মতো ভবনগুলোকে পোলিং স্টেশন হিসেবে ব্যবহার করা হয়েছে। এই ভোটের ফলাফল বৃহস্পতিবার রাত ও শুক্রবার সকালে ঘোষণা করা হয়।
বাংলাদেশি অধ্যুষিত পপলার অ্যান্ড লাইমহাউস এলাকা থেকে লেবার পার্টির হয়ে সাবেক স্বামী স্বতন্ত্র প্রার্থী এহতেশামুল হককে হারিয়েছেন তিনি। ১৮ হাজার ৫৩৫ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো জয়ী হয়েছেন আফসানা। বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি ব্যবধানে জয়ী হওয়ার রেকর্ডও তার।
আফসানার নিকটতম প্রতিদ্বন্দ্বী গ্রিন পার্টির নাথালি বেনিফিট পেয়েছেন পাঁচ হাজার ৯৭৫ ভোট। কনজারভেটিভ পার্টির ফ্রেডি ডাউনিং পেয়েছেন ৪ হাজার ৭৩৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী আফসানার সাবেক স্বামী এহতেশামুল হক পেয়েছেন ৪ হাজার ৫৫৪ ভোট।
যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে এবার সিলেটি বংশোদ্ভূত সাত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে জয়ী হয়েছেন দুজন। জয়ী প্রার্থীর একজন সিলেট জেলার রুশনারা আলী ও অপরজন হলেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আফসানা বেগম।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সিলেটি বংশোদ্ভূত সাত প্রার্থীর মধ্যে চারজন ছিলেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার। দুজন সিলেট ও একজন প্রার্থী মৌলভীবাজার জেলার।
সিলেটে বংশোদ্ভূত ও ব্রিটিশ নাগরিক প্রার্থীরা হলেন- জগন্নাথপুর উপজেলার আফসানা বেগম, এহতেশামুল হক, নুরুল হক আলী ও রুফিয়া আশরাফ। সিলেটের প্রার্থীরা হলেন- রুশনারা আলী, রুবিনা খান। মৌলভীবাজার জেলার আছেন হালিমা খান।
জানা যায়, লেবার পার্টি থেকে প্রার্থী হয়েছেন জগন্নাথপুরের আফসানা বেগম। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থী এহতেশামুল হক। তারা সাবেক স্বামী-স্ত্রী।
লন্ডনের গর্ডন ও বুকান আসন থেকে লেবার পার্টির হয়ে নুরুল হক আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া গ্রামের বাসিন্দা।
রুফিয়া আশরাফ লেবার পার্টির মনোনয়নে সাউথ নর্থাম্পটন আসন থেকে প্রার্থী হয়েছেন। তার বাবার বাড়ি জগন্নাথপুর উপজেলায়।
সিলেটি বংশোদ্ভূত রুশনারা আলী লেবার পার্টি হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বেথনাল গ্রিন অ্যান্ড স্টেপনি আসন থেকে। তিনি বিশ্বনাথ উপজেলায় জন্মগ্রহণ করেন।
একই আসন থেকে লিবারেল ডেমোক্রেটের (লিব-ডেম) প্রার্থী রুবিনা খান। তার জন্মস্থানও সিলেটে।
ওয়ার্কার্স পার্টির হালিমা খান ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের মরহুম আব্দুল হামিদ খানের নাতনি ও যুক্তরাজ্য প্রবাসী মো. জালাল আহমদ খানের বড় মেয়ে।
যুক্তরাজ্যে অনুষ্ঠিত হওয়া সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে দীর্ঘ ১৪ বছরের কনজারভেটিভ পার্টির শাসনের শোচনীয় পরাজয়ের মধ্য দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটেছে লেবার পার্টির। ৩২৬টি আসন লাভ করলেই একক সরকার গঠন করা যায়, সেখানে ৪১০টি আসন লাভ করেছে লেবার পার্টি। হাউস অব কমন্সের ৬৫০টি আসনের বিপরীতে রাজনৈতিক দলগুলোর মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীসহ ২০২৪ সালের নির্বাচনে ৪ হাজার ৫১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যেখানে সিলেটে বংশোদ্ভূত সাতজন প্রার্থীসহ মোট ৩৪ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D