সুনামগঞ্জে ১০ টাকা নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশত

প্রকাশিত: ১২:৫৮ পূর্বাহ্ণ, আগস্ট ২৯, ২০১৬

সুনামগঞ্জের ছাতক উপজেলায় ১০ টাকা নিয়ে বাদেশ্বরী ও বাঘারাই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশত আহত হয়েছেন।

 রবিবার বিকেল সাড়ে ৫টা দিকে স্থানীয় বড়কাপন বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, ছাতক উপজেলার বড়কাপন বাজারে বাদেশ্বরী গ্রামের মো. আমির আলীর ছেলে মাছ বিক্রেতা মো. আখতার হোসেনের সঙ্গে বাঘারাই গ্রামের মৃত হরমজি আলীর ছেলে মো. সামছুল ইসলামের মাছের দরদাম করছিলেন। এক পর্যায়ে মো. আমির আলীর কাছে ১০টা বেশি দামে মাছ বিক্রি করে দেয় আখতার হোসেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন বড়কাপন গ্রামে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে অর্ধশত আহত হন।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক সোজা মামুন বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট