জবি শিক্ষার্থীদের পদযাত্রা কর্মসূচিতে পুলিশের টিয়ারশেল

প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০১৬

জবি : নতুন হল নির্মাণ ও কেন্দ্রীয় কারাগারের জায়গা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে (জবি) স্থায়ীভাবে লিজ প্রদান করার দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে শিক্ষার্থীদের পদযাত্রা কর্মসূচি পুলিশি বাধার মুখে পড়েছে।

সোমবার সকাল সাড়ে দশটার দিকে মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনে স্মারকলিপি প্রদানের জন্য বের হন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তিনদফা মিছিলে বাধা দেয় পুলিশ। সর্বশেষ বংশাল মোড়ে মিছিল পৌঁছালে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে।

পরে শিক্ষার্থীরা পিছু হটে নয়াবাজার মোড় অবরোধ করে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। এদিকে শিক্ষার্থীদের ক্রমাগত আন্দোলন, ছাত্র ধর্মঘট এড়াতে রবিবার দিবাগত রাতে ক্যাম্পাসের মূল ফটকের অর্ধেক অংশ কেটে ফেলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রক্টর ড. নূর মোহাম্মদ বলেন, অবরোধের সময় নষ্ট হয়ে যাওয়ায় গেট খুলে মিস্ত্রির কাছে পাঠানো হয়েছে। ঠিক করে দ্রুত আবারো গেট লাগানো হবে। আইন-শৃঙ্খলার অবনতি রোধে ক্যাম্পাস ও সংলগ্ন এলাকাগুলোতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।