টুকের বাজার ইউনিয়ন আওয়ামীলীগের শোক সভা

প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০১৬

আজকে যারা জঙ্গিবাদ ও নাশকতা করছে তাদের পূর্বসুরিরাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে
                                                                     ………….. আলহাজ্ব আশফাক আহমদ

সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সদর উপজেলা চেয়রম্যান আলহাজ্ব আশফাক আহমদ বলেছেন আজকে যারা জঙ্গিবাদ ও নাশকতা করছে তাদের পর্বসুরিরাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে। যে বঙ্গবন্ধু বাংঙ্গালী জাতিকে নিয়ে ঐক্যবদ্ধভাবে ৯ মাস মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছিলেন এবং সে স্বাধীনতার একমাত্র স্বপ্নই ছিল তার বাঙ্গালী জাতির মুখে হাসি ফোটানো। কিন্তু অকৃতজ্ঞরা তাকে স্বপরিবারে হত্যা করেছিল। সেদিন বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাইরে থাকায় তাদেরকে তারা হত্যা করতে পারে নাই। তারপরও তারা জননেত্রী শেখ হাসিনাকে রেহই দেয়নি। তারা বহুবার চেষ্টা করেছে তাকেও হত্যা করার। কিন্তু আল­াহর মেহেরবাণীতে তিনি বেচে আছেন এবং বঙ্গবন্ধুর স্বপ্ন পুরণে দেশ গঠনে এখনও জীবনকে বাজি রেখে কাজ করে যাচ্ছেন। গত ১৫ই আগষ্ট রাতে সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলতা হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মোকিতের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কান্দিগাঁও ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মকসুদ আহমদ মকসুদ, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান, জুনেদ খোরাশানী আপ্তাব সিরাজী, রফিক আহমদ, জ্ঞাস মেম্বার, আল আমিন, স্বেচ্ছা সেবকলীগ নেতা শাহজাহান, ছাত্রলীগ নেতা সেলিম আহমদ প্রমুখ।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট