আল্লামা গনিপুরী ছাহেব ক্বিবলাহ রহঃ’র ৫২তম ঈসালে সাওয়াব মাহফিল ৩০ জানুয়ারি

প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৫

আল্লামা গনিপুরী ছাহেব ক্বিবলাহ রহঃ’র ৫২তম ঈসালে সাওয়াব মাহফিল ৩০ জানুয়ারি

Manual1 Ad Code

 হাফিজ মাছুম আহমদ দুধরচকী


এশিয়া উপমহাদেশের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ পীরে কামিল সুলতানুল আউলিয়া উস্তাজুল ফুকাহ ওয়াল মুহাদ্দিসন আল্লামা গনিপুরী ছাহেব ক্বিবলাহ রহ: ‘র ৫২ তম ঈসালে সাওয়াব মাহফিল আগামী ৩০ জানুয়ারি ২০২৫ রোজ বৃহস্পতিবার দুপুর ২ ঘটিকা হইতে রাত ১২ টা পর্যন্ত আপনাদের সুপরিচিত ও হাবিবিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ওয়াজ ও ছাত্রদের পাগড়ি বিতরণি মাহফিল অনুষ্ঠিত হবে।

সভাপতিত্ব করবেন, আলহাজ্ব মোঃ নুরুল হক সাহেব, ছাহেবজাদায়ে গনিপুরী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন : হযরত মাওলানা কারী আজিজুর রহমান ছাহেব। ইমাম ও খতিব কালিগঞ্জ বাজার জামে মসজিদ।

বিশেষ অতিথি : হযরত মাওলানা মোশাহিদ আহমদ কামালী ছাহেব। ইমাম ও খতিব জকিগঞ্জ বাজার জামেমসজিদ।

প্রধান বক্তা : আন্তর্জাতিক খ্যাতিসম্পন মোফাস্সিরে কোরআন হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব। ধর্মীয় আলোচক বাংলাদেশ টেলিভিশন ঢাকা।

Manual1 Ad Code

বিশেষ অতিথি : হযরত মাওলানা হাফিজ ফারুক আহমদ সাহেব। সুপার নবীগঞ্জ দাখিল মাদ্রাসা।

বিশেষ অতিথি : ইসলামি চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী। সাবেক ইমাম ও খতিব কদমতলী মাজার জামে মসজিদ সিলেট।

Manual1 Ad Code

বিশেষ অতিথি : হযরত মাওলানা ওয়ারিস উদ্দিন তাপাদার সাহেব। আরবি প্রবাসক ইছামতী কামিল মাদ্রাসা।

Manual2 Ad Code

বিশেষ অতিথি : হযরত মাওলানা আব্দুল হালিম সাহেব।

Manual7 Ad Code



 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual3 Ad Code