কোম্পানীগঞ্জে প্রস্তাবিত ক্রাশার জোনের স্থান পরিদর্শনে বিভাগীয় কমিশনার-জেলা প্রশাসক

প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ, মার্চ ১১, ২০২১

কোম্পানীগঞ্জে প্রস্তাবিত ক্রাশার জোনের স্থান পরিদর্শনে বিভাগীয় কমিশনার-জেলা প্রশাসক

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান এনডিসি কোম্পানীগঞ্জ উপজেলা পরিদর্শন করেছেন।বুধবার সকালে তিনি শেখ মুজিব হাইটেক পার্ক, উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। পরে তিনি উপজেলায় কর্মরত সব কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ শামীম আহমদ, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমন আচার্য, সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরশাদ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। বিকেলে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদ ও ডিজিটাল সেন্টার এবং কলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজ পরিদর্শন করেন। এর আগে তারা ভূমিহীনদের বন্দোবস্তের দলিল হস্তান্তর অনুষ্ঠানে যোগদান করেন। সবশেষে ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র এবং প্রস্তাবিত ক্রাশার জোনের স্থান পরিদর্শন করেন। এসময় অন্যদের মধ্যে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল, পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বাবুল মিয়া, উপজেলা যুবলীগের আহবায়ক হাজী আলাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট