বিশ্বনাথে দশঘর ইউপি চেয়ারম্যান এমাদ’সহ বিএনপি নেতাকর্মীর উপর মামলায় মিশিগান স্বেচ্ছাসেবক দলের নিন্দা

প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২০

বিশ্বনাথে দশঘর ইউপি চেয়ারম্যান এমাদ’সহ বিএনপি নেতাকর্মীর উপর মামলায় মিশিগান স্বেচ্ছাসেবক দলের নিন্দা

সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান এমাদ উদ্দিন খান’সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীর ওপর পুলিশের মামলা দায়েরের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের মিশিগান স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক আবুল কাশেম মুর্শেদ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ৩৫ জনের নাম উল্লেখ করে বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান এমাদ উদ্দিন খান এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ দেড়শতাধিক নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে মামলা দায়ের করেছে। যা অত্যন্ত নিন্দনিয় ও ঘৃণ্য কাজ। নেতৃবৃন্দ অবিলম্বে এ ধরনের মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহারের জোর দাবী জানান।


অপর এক বিবৃতিতে বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান এমাদ উদ্দিন খান নির্বাচিত হওয়ায় যুক্তরাষ্ট্রের মিশিগান স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক আবুল কাশেম মুর্শেদ অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেন, এমাদ উদ্দিন খান ইউনিয়ন বাসীর প্রত্যাশা পূরণে কাজ করবেন। পাশাপাশি তৃণমূলে বিএনপির কার্যক্রম আরো গতিশীল করতে ভূমিকা পালন করবেন। নেতৃবৃন্দ এমাদ উদ্দিন খানকে সব ধরনের সহযোগিতা করার জন্য বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ জাতীয়তাবাদে বিশ^াসীদের আহবান জানান। তারা সহযোগিতার আশ্বাস দেন।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট