কোম্পানীগঞ্জে ৪৬০ বোতল অফিসার চয়েজ মদ’সহ এক ব্যক্তি গ্রেফতার

প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২০

কোম্পানীগঞ্জে ৪৬০ বোতল অফিসার চয়েজ মদ’সহ এক ব্যক্তি গ্রেফতার

সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ আদর্শ গ্রাম থেকে ৪৬০ বোতল বিদেশী অফিসার চয়েজ মদসহ মোঃ কামিচুর রহমান (২৬) নামের এক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। ওই আসামী এসএমপি’র জালালাবাদ থানার বড়কাফন গ্রামের মৃত জামমেদ আলীর পুত্র।

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাত ১১টা ৪৫ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, এর কমান্ডিং অফিসার লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলাম এর নেতৃত্বে উপ-অধিনায়ক মেজর মো. শওকাতুল মোনায়েম ও মিডিয়া অফিসার এএসপি ওবাইন সহ সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল ওই গ্রামে অভিযান চালায়। সেখান থেকে ৪৬০ বাতল বিদেশী মদসহ ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মাদক মামলা দায়ের করেছে। তাকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট