সিলেটে সাংবাদিকদের মধ্যে পিপিই বিতরণ করলো টিম সুপার সেভেন ইউকে

প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, মে ২১, ২০২০

সিলেটে সাংবাদিকদের মধ্যে পিপিই বিতরণ করলো টিম সুপার সেভেন ইউকে

যুক্তরাজ্য ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন টিম সুপার সেভেন ইউ’কের পক্ষে যুক্তরাজ্য প্রবাসী বাবর চৌধুরীর সহযোগিতায় সিলেটে সাংবাদিকদের মধ্যে পিপিই ( পার্সোনাল প্রটেকটিভ ইকুইপম্যান্ট) বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে নগরভবনে সিলেট সিটি কর্পোরেশন আনুষ্ঠানিকভাবে এসব পিপিই বিতরণ করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, প্রবাসীরা সবসময়ই দেশের প্রতি আন্তরিক। করোনার এ দুর্যোগে তারা সিলেটের সাংবাদিকদের পিপিই প্রদান করায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সিলেট ইসলামী একাডেমির প্রিন্সিপাল মোঃ আব্দুল হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাহিদুল ইসলাম, টিম সুপার সেভেন ইউ’কে এর উপদেষ্টা এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও উপদেষ্টা হাসান চৌধুরী।

আয়োজকরা জানান, ব্রিটেনে মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে মানুষ যখন আতংকিত ঠিক ঐ সময়ে পূর্ব লন্ডনে সাতজন তরুণ সেচ্ছাসেবক যথাক্রমে আব্দুল বাছিত বাদশা, এনামুল হক লিটন, এজে লিমন, বাবর চৌধুরী, তাজবির চৌধুরী শিমুল, লুবেক চৌধুরী ও শেখ সাদেক ‘টিম সেভেন’ নামে এ স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ ঘটান। বৃটেনে বাংলাদেশি কমিউনিটি যখন করোনা ভাইরাসের কারণে লকডাউনসহ নানা সমস্যায় জর্জরিত ঠিক তখনই কমিউনিটির প্রতি জরুরী সাহায্যের হাত প্রসারিত করায় তাদের কার্যক্রম সবার কাছে খুব প্রশংসনীয় হয়েছে। ব্রিটেনের মতো সিলেটেও সাংবাদিকরা যাতে করোনার ভাইরাসের মধ্যে নিরাপদে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন সেই লক্ষ্যে টিম সেভেনের সদস্য বাবর চৌধুরীর সার্বিক সহযোগিতায় সিলেটে কর্মরত সাংবাদিকদের মধ্যে পিপিই বিতরণ করা হয়েছে।


অনুষ্ঠানে সাংবাদিক ছাড়াও সিলেট সিটি কর্পোরেশনকেও সংগঠনের পক্ষ থেকে ২০টি পিপিই প্রদান করা হয়। -বিজ্ঞপ্তি



এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট