জৈনপুর বৃহত্তর পঞ্চায়েত কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০১৭

জৈনপুর বৃহত্তর পঞ্চায়েত কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত

Manual3 Ad Code

দক্ষিণ সুরমা উপজেলার জৈনপুর বৃহত্তর পঞ্চায়েত কমিটির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এলাকার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড ও সমস্যা চিহিৃত করে সমাধানের উদ্যোগ গ্রহণ করা হয়।
বুধবার রাত সাড়ে ১০টায় কমিটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জৈনপুর বৃহত্তর পঞ্চায়েত কমিটির সভাপতি আলহাজ গোলাম কিবরিয়া হিরা মিয়া।
সাধারণ সম্পাদক রবীন্দ্র কুমার দেব আশীষের পরিচালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি মো. ফরিদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. শাহীন রানা, প্রচার সম্পাদক আফতাবুল কামাল রেকি, সদস্য আতাউর রহমান, কাঞ্চন উদ্দিন, মো. সমছু মিয়া, বাশির আহমদ, মো. মজামিল মিয়া, শাহ আবদুল খালেক, শাহ আবদুল কাইউম, এখলাস, মো. আবদুল কাইয়ুম, মো. ছালিক মিয়া, আমরুজ আলী, মো. আমজাদ হোসেন, মো. আবদুল হান্নান, এম আর মতিন, সুলেমান মিয়া, আকমল আলী, প্রদীপ ঘোষ বটুল, মনোজ কুমার তালুকদার, সৈয়দ ইসমাইল আলী, মুন্না আহমদ মাসুম প্রমূখ।
সভায় পঞ্চায়েত কমিটির উদ্যোগে স্থানীয় উন্নয়নে সকলের অংশগ্রহণ নিশ্চিতকরণ ও সংগঠনের কার্যক্রমে গতিশীলতা আনয়নে গুরুত্বারোপ করা হয়।
সাধারণ সভা শেষে কমিটির সভাপতি আলহাজ গোলাম কিবরিয়া হিরা মিয়ার যুক্তরাজ্য গমন উপলক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual3 Ad Code