হামলার প্রতিবাদে সোমবার সারাদেশে বিএনপির বিক্ষোভ

প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, জুন ১৮, ২০১৭

হামলার প্রতিবাদে সোমবার সারাদেশে বিএনপির বিক্ষোভ

রাঙ্গামাটি যাওয়ার পথে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইছাখালীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ীবহরে হামলার প্রতিবাদে আগামীকাল সোমবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

সব জেলা সদর ও মহানগরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হবে। রবিবার কুমিল্লা বিএনপির অফিসে এক জরুরি সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা দেন সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

প্রসঙ্গত, রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার সময় চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীসহ ৪ জন আহত হয়েছেন।

রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে বিএনপি মহাসচিবের গাড়িবহর রাঙ্গুনিয়ার ইছাখালীতে পৌঁছার পর এ হামলা চালানো হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট