সংসদে বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী

প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, জুন ১, ২০১৭

সংসদে বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী

২০১৭-১৮ অর্থবছরের বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এবারের এডিপি ১ লাখ ৫৩ হাজার ৩৩১ কোটি টাকা।

বৃহস্পতিবার দুপুর ১টা ৩৭ মিনিটে তিনি জাতীয় সংসদে বক্তব্য রাখা শুরু করেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বিশেষ সভায় এ বাজেটের অনুমোদন দেওয়া হয়। এবারের বাজেটের আকার ৪ লাখ ২৬৬ কোটি টাকা।

২০১৭-১৮ অর্থবছরের জাতীয় বাজেটের আকার ধরা হয়েছে ৪ লাখ ২৬৬ কোটি টাকা। এদিকে বাজেটে জিডিপির প্রবৃদ্ধি ধরা হয়েছে ৭.৪ শতাংশ। রাজস্ব আয় ২ লাখ ৮৭ হাজার ৯৯০ কোটি টাকা।

ঘাটতি এক লাখ ১২ হাজার ২৭৬ কোটি টাকা। রাজস্ব বোর্ডের লক্ষ্য ২ লাখ ৪৮ হাজার ১৯০ কোটি টাকা। বাজেটে মূল্যস্ফীতি ধরা হয়েছে ৫.৫ শতাংশ।