আমি গভীরভাবে দুঃখিত, ভাষা হারিয়ে ফেলেছি : অ্যারিয়ানা

প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ, মে ২৩, ২০১৭

আমি গভীরভাবে দুঃখিত, ভাষা হারিয়ে ফেলেছি : অ্যারিয়ানা

ম্যানচেস্টার : আমি ভাষা হারিয়ে ফেলেছি ম্যানচেস্টারে কনসার্টে বিস্ফোরণের হামলার পর টুইট বার্তায় এই প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন সংগীত শিল্পী অ্যারিয়ানা গ্রান্ডে।

তার কনসার্টেই সোমবার রাতে ভয়াবহ বিস্ফোরণে ১৯ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অর্ধ শতাধিক।

২৩ বছর বয়সী অ্যারিয়ানা টুইট বার্তায় বলেন, ‘আমি গভীরভাবে দুঃখিত। ভাষা হারিয়ে ফেলেছি।’ ঘটনার প্রায় পাঁচ ঘণ্টা পর এই টুইট করেন তিনি।

কোনো কোনো গণমাধ্যমে বলা হচ্ছে, এই ঘটনার পর অ্যারিয়ানা তার ওয়ার্ল্ড ট্যুর স্থগিত করেছেন। যুক্তরাজ্যের পর আরো কয়েকটি দেশে কনসার্ট করার কথা ছিল অ্যারিয়ানার।

সূত্র : এএফপি ও দ্য টেলিগ্রাফ