যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের হামলায় ৩ পুলিশ নিহত

প্রকাশিত: ২:২৫ পূর্বাহ্ণ, জুলাই ১৮, ২০১৬

লুইজিয়ানা : যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা রাজ্যে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়াও আরো ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের ব্যাটন রুজ শহরে রবিবার এ ঘটনা ঘটে।

লুজিয়ানা রাজ্যের স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাটি এখনো অষ্পষ্ট। কে বা কারা এ হামলা চালিয়েছে অথবা কাউকে আটক করা হয়েছে কি না, সে সম্পর্কে কিছু জানা যায়নি। বর্তমানে এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ।

সম্প্রতি ব্যাটন রুজ শহরে পুলিশের হাতে এক কৃষ্ণাঙ্গ নিহত হন। ওই ঘটনা এবং মিনেসোটায় আরেক ঘটনার জেরে বিক্ষোভে ফুঁসে ওঠে যুক্তরাষ্ট্র। পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ নিহত হওয়ার পর প্রতিশোধ নিতে গিয়ে একজন প্রবীণ কৃষ্ণাঙ্গ কর্মকর্তা গুলি করে পাঁচ পুলিশ কর্মকর্তাকে হত্যা করেন।