গোলাপগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

প্রকাশিত: ১:০৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৭

গোলাপগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় দুপক্ষের দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে । শুক্রবার দুপুর ২টার দিকে অটোরিকসা রাখাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গোলাপগঞ্জের চৌমূহনীস্থ বিলাস বিতান নামের একটি দোকানের সামনে অটোরিকশা স্ট্যান্ড বানিয়ে যাত্রী উঠানামা করানোকে কেন্দ্র করে এ ঘটনার সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে ওই দোকানের মালিক ও অটোরিকশা চালকদের মধ্যে বিরোধ চলছিলো।
শুক্রবার জুম্মা নামাজের পর ওই দোকানের একজন কর্মচারী অটোরিকশা চালকদের তাদের অটোরিকশা সরিয়ে নিতে বললে অটোরিকশা চালকরা ক্ষিপ্ত হয়ে উঠলে তাদের মধ্যে বাকবিতণ্ডা চলে। এ ঘটনায় অন্য অটো রিকশা চালকেরাও যোগ দিয়ে দোকানটি ভাংচুর করে ও ওই কর্মচারীকে মারধর করে।
ভাংচুর ও মারধরের খবর পেয়ে দোকানের মালিকের গ্রাম টিকরবাড়ির লোকজন এসে গোলাপগঞ্জস্থ সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে থাকা কমপক্ষে ১০টি অটোরিকশা ভাংচুর করে। এরপর গ্রামবাসী ও অটোরিকশা চালকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। খবর পেয়ে গোলাপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট