সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ দেখতে যাবেন ফখরুল

প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০১৭

সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ দেখতে যাবেন ফখরুল

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ দেখতে যাবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে প্রবীণ এই রাজনৈতিক ব্যক্তিত্বকে শেষ শ্রদ্ধা জানাবেন তিনি।
বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ রোববার ভোরে ৪টার দিকে সুরঞ্জিত সেনগুপ্ত ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামীকাল সোমবার বেলা ১১টায় তার মরদেহ নিয়ে যাওয়া হবে তার নিজ জেলা সুনামগঞ্জে। আগামীকাল দুপুর ১টায় তার নির্বাচনী এলাকা শাল্লা এবং বিকেল ৩টায় দিরাই উপজেলায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রাখা হবে। সোমবার সুনামগঞ্জের দিরাইয়ে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট