গজলশিল্পী পঙ্কজ উদাস আর নেই

প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৪

গজলশিল্পী পঙ্কজ উদাস আর নেই

সংগীত জগতে আবারও নক্ষত্রপতন। ৭২ বছরে শেষ নিশ্বাস ত্যাগ করলেন বিখ্যাত গায়ক পঙ্কজ উদাস।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে মারা গেছেন এই কিংবদন্তি গজলশিল্পী।

পঙ্কজের টিম থেকে এক বিবৃতিতে বলা হয়, পঙ্কজ স্যার দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন এবং গত কয়েকদিন ধরে একেবারেই সুস্থ ছিলেন না। আজ সকাল ১১টার দিকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এদিকে জনপ্রিয় এ কণ্ঠশিল্পীর মৃত্যুর খবর জানার পর সঙ্গীত জগতে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক মাধ্যমে চোখের জলে গায়ককে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন ভক্তরা।

পঙ্কজ উদাস ভারতের গুজরাটে জন্মগ্রহণ করেন। মূলত গজল গায়ক হিসেবে তিনি ব্যাপক পরিচিতি পান। ১৯৮০ সালে ‘আহত’ শিরোনামের গজল অ্যালবাম প্রকাশের মাধ্যমে তিনি তার সংগীত দুনিয়ায় পা রাখেন।

৪০ বছরেরও বেশি সময় বলিউড মাতিয়েছেন পঙ্কজ। হিন্দি ছবির গানে ৮০-র দশককে মুগ্ধ করেছেন পঙ্কজ। ‘চান্দি জ্যায়সা রং’, ‘না কাজরে কি ধার’, ‘দিওয়ারো সে মিল কর রোনা’, ‘আহিস্তা’, ‘থোড়ি থোড়ি প্যার করো’, নিকলো না বেনাকাব’— পঙ্কজ উদাসের গাওয়া অসাধারণ সব গজল আজও শ্রোতাদের মনের রসদ। ‘নশা’, ‘পয়মানা’, ‘হসরত’, ‘হামসফর’-এর মতো বেশ কয়েকটি বিখ্যাত অ্যালবামও রয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট