শান্তিগঞ্জে তুচ্ছ ঘটনায় বোন জামাইয়ের আঘাতে সমন্ধি খুন

প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৪

শান্তিগঞ্জে তুচ্ছ ঘটনায় বোন জামাইয়ের আঘাতে সমন্ধি খুন

সুনামগঞ্জের শান্তিগঞ্জের নায়নগর গ্রামে টং দোকানে কম-বেশী ক্রেতা আসা যাওয়া নিয়া বোন জামাইয়ের টুলের আঘাতে সমন্ধি খুন হয়েছেন।

নিহত আলাউদ্দিন (৫০) পাথারিয়া ইউনিয়নের নায়নগর গ্রামের মৃত মনু মিয়ার ছেলে।

অভিযুক্ত কামাল মিয়া (৫২) দিরাই উপজেলার কর্ণগাঁও গ্রামের বাসিন্দা এবং ১০/১২ বছর ধরে নায়নগর গ্রামে নিহত আলাউদ্দিনের বোনকে বিবাহ করে স্থায়ী ভাবে বসবাস করছে। নিহত ও অভিযুক্ত সম্পর্কে আপন বোন জামাই ও সমন্ধি হয়।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় উপজেলার পাথারিয়া ইউনিয়নের নায়নগর গ্রামে এই ঘটনাটি ঘটে৷

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, নায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার পাশে অভিযুক্ত কামাল মিয়া ও নিহত আলাউদ্দিন পাশপাশি টং দোকান দিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। মঙ্গলবার সকালে তাদের টং দোকানে ক্রেতা কম-বেশী আসা যাওয়া নিয়া তাদের মধ্যে ঝগড়া হয়। ঐদিন সকাল ১০টায় নিহত ও অভিযুক্তের টং দোকানের সামন দিয়ে নায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা দোকানের মালামাল কেনা নিয়ে একে অপরের ক্রেতা আটকানোর চেষ্টা করে এবং তাদের মধ্যে ঝগড়া হয়। উক্ত ঝগড়াকে কেন্দ্র করে অভিযুক্ত কামাল মিয়া তার দোকানে রাখা স্টিলের টুল দিয়ে নিহত আলাউদ্দিনের মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে। তাৎক্ষণিক নিহত আলাউদ্দিন মাটিতে লুটিয়ে পড়লে তার পরিবারের লোকজন তাকে দ্রুত সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছি। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আসামীকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট