সিলেট উইমেন্স মেডিকেল কলেজে নেপালের রাষ্ট্রদূতের মতবিনিময়

প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৪

সিলেট উইমেন্স মেডিকেল কলেজে নেপালের রাষ্ট্রদূতের মতবিনিময়

বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘানশ্যাম ভান্ডারির সাথে সিলেট উইমেন্স মেডিকেল কলেজের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ পরিদর্শন শেষে কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিমতয় সভায় অংশগ্রহণ করেন।

অত্যন্ত আনন্দ পূর্ণ এই মতবিনিময় সভায় সিলেট উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষার মান ও স্বাস্থ্যসেবা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে আরো বেশি নেপালী শিক্ষার্থী ভর্তির ব্যাপারে আহবান জানান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার, নেপাল এম্বেসীর সেকেন্ড সেক্রেটারি ইয়োজনা বামহান, একাডেমিক কো-অর্ডিনেটর প্রফেসর ডা. তহুর আব্দুল্লাহ চৌধুরী, প্রফেসর ডা. মাশুকুর রহমান চৌধুরী, প্রফেসর ডা. নজরুল ইসলাম ভূইয়া, প্রফেসর ডা. মাসুদুল আলম, প্রফেসর ডা. রুবিনা সুলতানা প্রমূখ।

এসময় নেপালী শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন সাচিতা আয়াল, আগডুম মাহেন্দ্র সহ উইমেন্স মেডিকেল কলেজে অধ্যয়নরত নেপালী শিক্ষার্থীরা।