চেয়ারম্যানের পর এবার ছাত্রদের কাঁধে হাঁটলেন স্কুলের জমিদাতা

প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০১৭

চেয়ারম্যানের পর এবার ছাত্রদের কাঁধে হাঁটলেন স্কুলের জমিদাতা

জামালপুর: চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর হোসেন পাটোয়ারী স্কুলের ছাত্রদের গড়া মানবসেতুর ওপর দিয়ে হেঁটে যাওয়ার ঘটনায় দেশব্যাপি সমালোচনার ঝড়ের মধ্যেই ঘটে গেল একই ঘটনা।

২৯ জানুয়ারি জামালপুরের মেলান্দহ উপজেলায় মাহমুদপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের স্কুলের ছোট ছোট শিক্ষার্থীর কাঁধের ওপর পা রেখে হেঁটেছেন ওই স্কুলে জমিদাতা দিলদার হোসেন ওরফে প্রিন্স। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে তা ছড়িয়ে পড়েছে।

এরপর থেকে জেলাজুড়ে তোলপাড়। গত রবিবার ওই বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে এ ঘটনাটি ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান উপলক্ষে ওই বিদ্যালয়ের স্কাউট দলের সদস্যরা একটি মানবসেতু নির্মাণ করে। এর ওপর দিয়ে হেঁটে যান অনুষ্ঠানের অতিথি ও বিদ্যালয়ের জমিদাতা দিলদার হোসেন।

ফেসবুকে ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, বিদ্যালয়ের মাঠে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা একটি বাঁশ হাতে নিয়ে শুয়ে মানবসেতু নির্মাণ করেছে। দিলদার ওই মানবসেতুর ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন। তিনি যেন পড়ে না যান, এ জন্য দুপাশ থেকে দুজন ব্যক্তি হাত ধরে তাকে সহযোগিতা করছেন।

এ ব্যাপারে মাহমুদপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আছানতুজ্জামান বলেন, ‘ওই দিন বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ছিল। একসঙ্গে শিক্ষার্থীরা বিভিন্ন শারীরিক কসরত উপস্থাপন করে। সেই সময় শিক্ষার্থীরা মানবসেতু তৈরি করেছিল কি না, আমি জানি না। তবে ওই অনুষ্ঠানে জমিদাতা দিলদার হোসেন অতিথি ছিলেন না।’ বিষয়টি তিনি খোঁজখবর দেবেন বলে ফোনটি কেটে দেন।