সিলেটে সড়ক দুর্ঘটনায় মোটরাইকেল আরোহি নিহত

প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৪

সিলেটে সড়ক দুর্ঘটনায় মোটরাইকেল আরোহি নিহত

সিলেটে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। তার নাম মো. মেহদি আফনান (৩২)। বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। এ ঘটনায় আরও এক যুবক আহত হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে শহরতলীর মালনিছড়া চা বাগান এলাকায় আম্বরখানা-এয়ারপোর্ট সড়কে এ দুর্ঘটানা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে একটি মিনিবাস (নোহা) দাঁড়ানো ছিল। মেহদি আফনান মোটরসাইকেল নিয়ে ওই গাড়িতে ধাক্কা খেয়ে ছিটকে পড়েন রাস্তায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

এ দুর্ঘটনায় আফনানের সঙ্গী অপর এক যুবককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক। তবে তার পরিচয় জানা যায়নি।

সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুনু মিয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, দুর্ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।