দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল নারীর

প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৪

দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল নারীর

হবিগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৫ জন আহত হন।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) রাত ৮টার দিকে হবিগঞ্জ-বানিয়াচং সড়কের সুনারু এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জোসনা আক্তার (৪০) বানিয়াচং উপজেলা সদরের দরগা মহল্লার তাহের মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে হবিগঞ্জ থেকে বানিয়াচংগামী একটি সিএনজি অটোরিকশা সুনারু এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা লাইটবিহীন একটি ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জোসনা বেগম নিহত হন। এতে গুরুতর আহত হয়েছেন আরো ৫ জন। তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন বানিয়াচং থানার (ওসি) মো. দেলোয়ার হোসেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট