১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৩
বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি দরদী ও মানবতার সেবক হিসেবে কাজ করছেন। শক্ত হাতে সরকার দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশের সুনাম বৃদ্ধি করতে বদ্ধ পরিকর। দেশের উন্নয়ন-অগ্রযাযাত্রা অব্যাহত রাখতে তাঁর সরকারকে আবারো ক্ষমতায় আনার আহবান জানান সিলেট মদনমোহন কলেজের প্রভাষক ও ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ সুয়েবুর রহমান সুয়েব।
আওয়ামী লীগ নেতা সুয়েবুর রহমান বলেন, হাওর এলাকার ভরসা, শান্তি, নিরাপদ ও মানুষের আস্থা সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। তিনি সাধারন মানুষের কাছে পরম আত্নীয়। এলাকায় উন্নয়ন করে মানুষের কাছে উন্নয়নের রূপকার হিসেবে নিজেকে অধিষ্টিত করেছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও আরো নতুন উন্নয়নমূলক প্রকল্প গ্রহন করতে আবারো মোয়াজ্জেম হোসেন রতনকে কেটলি মার্কায় ভোট দিয়ে সহযোগিতা করে শেখ হাসিনার হাতকে আরো মজবুত ও শক্তিশালী করার জন্য জনসাধারণকে অনুরোধ জানান। নাগরিক সমাজের একমাত্র যোগ্য ও অভিজ্ঞ প্রার্থী মোয়াজ্জেম হোসেন রতন। গরীবের বন্ধু হিসেবে তিনি হাওর পারের মানুষের কাছের মানুষ। তাঁকে সকলে সাহায্য সহযোগিতা করার অনুরোধ জানান আওয়ামীলীগ নেতা সুয়েবুর রহমান।
তিনি ২৪ ডিসেম্বর-২০২৩ তারিখ রবিবার সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা বাজার, কাদিপুর বাজার, আবিদ নগর বসার, জলুসা বাজার, আমজুরা বাজার, নখকল কলা ও শাহপুর গ্রামে ও পথে পথসভায় কেটলি মার্কায় ভোট চেয়ে প্রচারণা ও গণসংযোগ করেন। সুয়েবুর রহমানের সাথে থেকে প্রচার কাজে উৎসাহ দেন পাইকরাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও গবেষণা বিষয়ক সম্পাদক ফেরদৌসুর রহমান, ধর্মপাশা উপজেলা ছাত্র লীগের সভাপতি আবু সাদাত তিতাস, বাদশাগঞ্জ বাজারের কেমিস্ট সভাপতি ডাক্তার জামাল হোসেন, আওয়ালীগ নেতা জোয়াদ মিয়া, আশরাফ আলী, আমজুরা বাজারের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য খোকন মনি, সেলবর্ষ ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি মোঃ মাইন উদ্দিন চৌধুরী, সেলবর্ষ ইউপি যুবলীগের যুগ্ম আহবায়ক অলি মাহমুদ খান টিটু, মধ্যনগর বাজার কমিটির সভাপতি হিন্দু কমিনিউটি নেতা অমরেশ চৌধুরী, কাদিপুরের আওয়ামীলীগ নেতা আবুল মিয়া, সাহা আলম, চামারদানি ইউপি যুবলীগের যুগ্ম আহবায়ক সাইনুর মিয়া, জলুসা আওয়ামীলীগ নেতা মকসুদ প্রমুখ। বিজ্ঞপ্তি
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D