জামালগঞ্জে বন্যার্তদের মাঝে একতা যুবসংঘের ত্রাণ বিতরণ

প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০১৬

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নে বন্যার্তদের মাঝে প্রাথমিক চিকিৎসা ও ত্রাণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে উপজেলার ইসলামপুর গ্রামে শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়ে।
উপজেলার ভীমখালী ইউনিয়নের কারেন্টের বাজার একতা যুবসংঘের উদ্যোগে ওই ত্রাণ বিতরণ করা হয়।
বন্যার্তদের মাঝে মা ও শিশুদের প্রাথমিক চিকিৎসাসহ চিড়া, গুড়, বিশুদ্ধ খাবার পানি, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ভীমখালী ইউনিয়নের নবানির্বাচিত চেয়ারম্যান মো. দুলাল মিয়া, ইউপি সদস্য আব্দুল ওয়াকিব, একতা যুবসংঘের সভাপতি মো. লোকমান হোসেন, সহ-সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম, পল্লীচিকিৎসক তৌফিক হোসেন, প্রচার সম্পাদক শহিদ, গোলাম হোসেন, আবু হুরায়রা, আবু সুফিয়ান, মুক্তার হোসেন, রাজন, জামাল, মিনহাজসহ ইসলামপুর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট