অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ

প্রকাশিত: ১১:২৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১১, ২০২৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ

শনিবার ভারতের পুনেতে অনুষ্ঠিত আইসিসি বিশ্বকাপ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। বেলা ১১টায় শুরু হয় ম্যাচটি।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৪ ওভারের খেলা শেষ হয়েছে। বাংলাদেশের সংগ্রহ ১৬। ক্রিজে আছেন লিটন দাশ ও তানজিদ হাসান।

এই ম্যাচের আগে বাংলাদেশ ৮টি ম্যাচে অংশ নিয়েছে। যার ৬টিতে পরাজিত হয়েছে। টাইগাররা জয় পেয়েছে উপমহাদেশের প্রতিদ্বন্দ্বী আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে।

এই ম্যাচে সাকিব আল হাসান নেই। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ম্যাচে আঙুলে চোট পেয়ে দলের বাইরে বাংলাদেশের নিয়মিত ওয়ানডে অধিনায়ক।

তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের ওয়ানডে সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

এর আগের বিশ্বকাপে ৩ বার অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েও জয় নিশ্চিত করতে পারেনি বাংলাদেশ।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট