বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের কার্যক্রম সাময়িক বন্ধ

প্রকাশিত: ৩:০৩ পূর্বাহ্ণ, জুলাই ২৮, ২০১৬

নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশে সাময়িকভাবে ব্রিটিশ কাউন্সিলের সব অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা অনূকুলে থাকা সাপেক্ষে শীঘ্রই আবার সবরকম কার্যক্রম চালু করা হবে।

বুধবার দুপুরে বিট্রিশ কাউন্সিলে হেড অব মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন আর্শিয়া আজিজ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের পরিচালক বারবারা উইকহ্যাম বলেন, আমরা লক্ষ্য করেছি, সাধারণ জনগণ নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং তাদের মধ্যে আতঙ্ক দিন দিন বাড়ছে।

উইকহ্যাম বলেন, ব্রিটিশ কাউন্সিলে যারা কাজ করেন এবং এখান থেকে যারা সেবা গ্রহণ করে থাকেন তাদের নিরাপত্তার বিষয়টি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, নিরাপত্তা নিশ্চিৎ করতেই মূলত আমরা সাময়িকভাবে বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের সব অফিস বন্ধ ঘোষণা করেছি। সাময়িকভাবে বন্ধ থাকা অবস্থায় আমাদের গ্রাহকরা যদি কোনো ধরনের তথ্য জানতে চায় তবে তারা bd.enquiries@britishcouncil.org -এ ইমেইল করে জানতে পারবেন।