তারেকের সাজার প্রতিবাদে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির মিছিল সমাবেশ

প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, জুলাই ২৮, ২০১৬

দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি’র উদ্যোগে দেশব্যাপী বিক্ষোভ কর্মসুচীর অংশ হিসেবে, আগামীর রাষ্ট্রনায়ক, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান, দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলায় সাজা, জরিমানা ও গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে পুলিশ বাধাকে উপেক্ষ করে গতকাল ২৭ জুলাই বুধবার দুপুরে নগরীর দক্ষিণ সুরমায় এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাবনা পয়েন্টে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহ সভাপতি হাজী সাহাব উদ্দিন এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান ফয়েজ এর পরিচালনায় বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা ফালাকুজ্জামান চৌধুরী জগলু, তফজ্জুল হোসেন, অধ্যক্ষ জিল্লুর রহমান সোয়েব, মোঃ জাকারিয়া খান, আব্দুল লতিফ খান, শাহ মাহমুদ আলী, মুহিবুর রহমান, আব্দুর রহিম, সামছুর রহমান শামীম, মোঃ জিলা মিয়া, আব্দুল হান্নান, হাজী গুলজার মিয়া, আজাদ মিয়া, আব্দুল মোস্তাদির খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আবু সাঈদ হিরন, হেলাল আহমদ, চান্দ আলী, মুহিম আহমদ, ছাত্রদল নেতা ফখরুল ইসলাম রুমেল, সুহেল ইবনে রাজা, আবু রায়হান রাজু, জাকির আহমদ, হুমায়ুন আহমদ, জাকির হোসেন, তাজুল ইসলাম, আল আমিন আহমদ স্বপন, ময়নুল ইসলাম, জাফর আহমদ, আবু সালেহ, শাহজাহান আহমদ, ফাহিম, আহবাব আহমদ, আদনানা, ছানি, মিজান, বাপ্পি, কাজল, আলী আহমদ রনি, আশরাফ, শামসুদ্দিন শুভ, সাইদুল হাসান লিটন, তালহা আহমদ, ইব্রাহীম খলিল, মাহমুদুর রহমান ছুফি, জাহাঙ্গীর আলম মুকিত আহমদ, লিমন আহমদ, জুয়েল আহমদ, সাদিক আহমদ, নুরুল ইসলাম, তুহিন আহমদ, কামরুল আহমদ, সুমন আহমদ প্রমুখ। এছাড়াও উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
615প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, তারেুণ্যের অহংকার তারেক রহমান ভবিষ্যত বাংলাদেশের রাষ্ট্রনায়ক। মিথ্যা মামলায় সাজা দিয়ে তারেক রহমানকে রাজনীতি থেকে বাইরে রাখার যে কোন ষড়যন্ত্র বিএনপি প্রতিহত করবে। নিম্ন আদালত থেকে বেকসুর খালাসপ্রাপ্ত মামলায় হাইকোর্টের সাজা সরকারের রাজনৈতিক প্রতিহিংসারই বহিঃপ্রকাশ। অবিলম্বে এই ষড়যন্ত্রমূলক রায় বাতিল না করলে বিএনপি এদেশের আপামর জনতাকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। -বিজ্ঞপ্তি

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট