কল্যাণপুরে নিহত দুই জঙ্গির পরিচয় মিলেছে

প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০১৬

Manual2 Ad Code

কল্যাণপুরে জাহাজ বিল্ডিংয়ে পুলিশ-র‌্যাব ও ডিবির যৌথ অভিযানে নিহত নয় জঙ্গির মধ্যে দুইজনের সম্ভাব্য পরিচয় মিলেছে। প্রাথমিকভাবে দু’জনের নাম ‘হাসান জুবায়ের’ ও ‘সাব্বিরুল হক’ বলে জানা গেছে।

Manual4 Ad Code

বুধবার দুপুরে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

Manual2 Ad Code

সূত্র আরো জানায়, নিহত হাসান জুবায়েরের বাড়ি নোয়াখালী। অপরদিকে, নিহত সাব্বিরুল হকের বাড়ি চট্টগ্রামে। তিনি চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। তার বাবার নাম আজিজুল হক। চট্টগ্রামের আনোয়ারা থানার ফুলগাজী পাড়ার বুরুং ছড়া এলাকায় তার বাড়ি।

Manual7 Ad Code

পরিবার সূত্রে জানা যায়, সে গত ছয়মাস থেকে নিখোঁজ ছিলেন।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান সাংবাদিকদের বলেন, আমরা নোয়াখালী ও  চট্টগ্রামের স্থানীয় পুলিশের কাছে শুনেছি। তাদের পরিবার দাবি করেছে নিহত দু’জন তাদের সন্তান।

এজন্য তাদের বাবা-মাকে ঢাকায় আসতে বলা হয়েছে। শতভাগ নিশ্চিত হওয়ার জন্য বাবা-মা ও নিহত দু’জনের ডিএনএ টেস্ট করা হবে।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual3 Ad Code