রাজধানীর বেড়িবাঁধে বন্দুকযুদ্ধে জঙ্গি মারজানসহ নিহত ২

প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০১৭

রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে আলোচিত জঙ্গি নেতা, গুলশানে হলি আর্টিজান হামলার অন্যতম পরিকল্পনাকারী নুরুল ইসলাম মারজান ও সাদ্দাম হোসেন নামে তার এক সহযোগী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

মোহাম্মদপুর থানা গুলি বিনিময়ের বিষয়টি স্বীকার করলেও হতাহতের বিষয়টি নিশ্চিত করেনি।

এদিকে রাত ৩টার দিকে ২৮ ও ৩২ বছর বয়সের অজ্ঞাত দুই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানা গেছে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক বাচ্চু মিয়া সাংবাদিকদের জানান, রাতে ডিবি পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে লিপ্ত হলে ওই দুই যুবক নিহত হয়। পরে মোহাম্মদপুদ থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুটি লাশ উদ্ধার করে মেডিকেলে পাঠায়।

এর আগে রাতে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক দেবাশীষ মোদক বলেছিলেন, বেড়িবাঁধে গুলি বিনিময় হয়েছে।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট