সিলেটবিশ্বনাথে ভোট কেন্দ্রে মিছিল, পুলিশের লাঠিচার্জে আহত ৪

প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২২

সিলেটবিশ্বনাথে ভোট কেন্দ্রে মিছিল, পুলিশের লাঠিচার্জে আহত ৪

সিলেটের বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে পুলিশের লাঠিচার্জে ৪ জন আহত হয়েছেন। এসময় ভোটকেন্দ্রের সামনে বিশৃংখলা সৃষ্টির অভিযোগে  ৪জনকে  আটক  করে পুলিশ।

রোববার দুপুর বারোটার দিকে নবগঠিত বিশ্বনাথ পৌরসভার গোলচত্বর সংলগ্ন জামেয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসা কেন্দ্রর সামনে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, ইভিএমে ভোট প্রদানে ঝামেলা হচ্ছে এমন অভিযোগ পেয়ে দুপুরে কাউন্সিলর প্রার্থী ফজর আলী কয়েকজনকে সাথে নিয়ে ওই কেন্দ্রে প্রবেশ করেন। এতে ক্ষুব্ধ হয়ে ওই কাউন্সিলর প্রার্থীর এজেন্ট ও কর্মীরা কেন্দ্রের ভেতরেই মিছিল করে দেন।

এসময় ভোটকেন্দ্রে উত্তেজনা দেখা দিলে পুলিশ গিয়ে লাঠিচার্জ করে। পুলিশের সাথে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনাও ঘটে। এতে আহতরা হলেন, আহত আব্দুস শহীদ, আবুল হোসেন, সালেহ আহমদ ও আবু সাঈদ। আহতদের মধ্যে প্রথম তিনজনকে আটক করেছে পুলিশ।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, গোলচত্বর এলাকায় ভোটকেন্দ্রের আশেপাশে কাউন্সিলর ও মেয়র প্রার্থীদের সমর্থকেরা বিশৃঙ্খলা সৃষ্টি করেন। একসময় কেন্দ্রের সামনে এসে মিছিল করতে থাকে তারা।

এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তাদের ধাওয়া দেয় ও লাঠিচার্জ করে। ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করে পুলিশ।

কেন্দ্রের আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, কিছুক্ষন বন্ধ থাকলেও এখন ভোটগ্রহন আবার শুরু হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট