নিহত জঙ্গিদের মরদেহ ঢামেক মর্গে

প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০১৬

Manual2 Ad Code

রাজধানীর কল্যাণপুরে পুলিশি অভিযানে নিহত জঙ্গিদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) বিকেল ৪টা ২৫ মিনিটে মরদেহবাহী ৫টি অ্যাম্বুল্যান্স কল্যাণপুরের জঙ্গি আস্তানা থেকে ঢামেকের উদ্দেশে রওনা হয়। বিকেল ৫টা ৫৫ মিনিটে মরদেহ নিয়ে গাড়িগুলো ঢামেকে প্রবেশ করে।

এর আগে মঙ্গলবার ভোর ৫টা ৫১ মিনিটে কল্যাণপুরের জাহাজ বিল্ডিং নামের বাড়িটিতে অভিযান চালায় সোয়াত, র‌্যাব, পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের সঙ্গে গোলাগুলিতে ৯ জঙ্গি নিহত হয়। গুলিবিদ্ধ অবস্থায় এক জঙ্গিসহ ২ জনকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ। আহত জঙ্গিকে ঢামেকে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে কারো নাম পরিচয়ই জানাননি ডিএমপির অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসান।

Manual4 Ad Code

পরে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে ৪ থেকে ৫ কেজি বিস্ফোরক, ৪টি পিস্তল, ২১ রাউন্ড গুলি, ১টি তলোয়ার, ৩টি অটোমেটিক ছুরি, ৭টি ছোট ছুরি এবং বেশ কিছু আইএস লেখা কালো পতাকা উদ্ধার করা হয়।

এর আগে, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাত ১২টার দিকে কল্যাণপুরের ৫ নম্বর রোডের জাহাজ বিল্ডিং নামের ৫ তলা বাড়িটিতে অভিযান চালায় পুলিশ।

Manual1 Ad Code

সে সময় বাড়ির তিনতলা পর্যন্ত ওঠার পর পাঁচতলা থেকে দুই যুবক নেমে এসে গুলি চালালে এক পুলিশ কর্মকর্তা হাতে  গুলিবিদ্ধ হন। একই সঙ্গে তারা পুলিশকে লক্ষ্য করে ককটেলও নিক্ষেপ করে।

Manual8 Ad Code

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও পাল্টা গুলি চালালে হাসান নামে এক জঙ্গি আহত হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে।

রাত প্রায় সাড়ে ৩টা পর্যন্ত পুলিশের সঙ্গে জঙ্গিদের গুলি বিনিময় চলে। পরে পুরো এলাকাটি ঘিরে রেখে ভোরে সোয়াত, পুলিশ, র‌্যাব ও ডিবি যৌথভাবে অভিযান চালায়।

মঙ্গলবার সকাল ‘স্টর্ম-টোয়েন্টি সিক্স’ কোডনেমের এই অভিযান শেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসান এসব তথ্য জানান।

Manual7 Ad Code

Manual1 Ad Code
Manual4 Ad Code