মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আজিজের সমর্থনে নিউইয়র্কে সভা

প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৬

সাখাওয়াত হোসেন সেলিম : আসন্ন মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়াামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট রাজনীতিক, সমাজসেবক, সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ প্রশাাসক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের সমর্থনে মত বিনিময় সভা নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় ২৫ ডিসেম্বর রোববার রাতে এস্টোরিয়া জালালাবাদ এসেসিয়েশন অব আমেরিকা ইনক কার্যালয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী মৌলভীবাজারবাসীর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সৈয়দ সিদ্দিকুল হাসানের সভাপতিত্বে এবং আহমেদ জিলুর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদরুল হোসেন খান, আব্দুল মোছাব্বির, শাহীন আজমল, সিরাজ উদ্দীন সোহাগ, অজয় ভট্টাচার্য ও নুরে আলম জিকো।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নজরুল রহমান, মিজহাজ আহমেদ শাম্মু, তজম্মুল হোসেন, মুজিবুর রহমান মুজিব, সোহান আহমদ টুটুল, শামীম আহমেদ চৌধুরী, সৈয়দ মামুন ও শাহান খান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আজাদুর রহমান, তুতিউর রহমান, ময়েজ উদ্দীন, মুহিদুল ইসলাম, আনকার মিয়া, গিয়াস উদ্দীন, নজরুল ইসলাম, সৈয়দ ছাদিক, আম্বিয়া মিয়া, মোহন ইসলাম, শাহীন হাছনাত, জাহাঙ্গীর আলম, শামীম আহমদ, রমজান আলী, সৈয়দ রুহেল, সৈয়দ জিলাদসহ বিপুল সংখ্যক মৌলভীবাজারবাসী।
সমাবেশে বক্তারা আসন্ন মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে জেলার উন্নয়নের ধারা অব্যাত রাখতে চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমানকে ভোট দেয়ার জন্য ভোটারদের প্রতি বিশেষ আহবান জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট